সিআইপিআরবি’র গৌরবজ্জ্বল ১৯ বছর
11 Feb 2024

২০০৫ সালের ৬ ফেব্রুয়ারি, ‘সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ’ নামের ছোট একটি প্রতিষ্ঠান যে যাত্রা করেছিল, তা ১৯ বছরে পদার্পণ করলো। দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতিবছরই বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যাতে অংশ নিয়ে থাকে এই প্রতিষ্ঠানের সর্বস্তরের কর্মী এবং তাদের পরিবারবর্গ। এরই ধারাবাহিকতায় এবার এই আয়োজন করা হয়েছিল ঢাকার অদূরে একটি রিসোর্টে। দিনভর নানা রকম খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশুদের জন্য বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। অংশগ্রহণের বাইরেও যেসব শিশুরা ছিল, তাদের প্রত্যেককেই পুরস্কার দেয়া হয়েছে। কর্মীরা তাদের পরিবার ও সহকর্মীদের সাথে আনন্দে কাটিয়েছেন দিনটি। আয়জনে অংশ নিয়েছেন প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডিরেক্টর প্রফেসর ড. একেএম ফজলুর রহমান ও তার পরিবার,  ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ড. আমিনুর রহমান ও তার পরিবার এবং এছাড়াও অন্যান্য ডিরেক্টর ও ডিভিশনাল প্রধানগণ। বার্ষিক এই আয়োজনে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ কমিটির সদস্যবৃন্দ ও তাঁদের পরিবারবর্গ। আমন্ত্রিত অতিথীদের মধ্যে ছিলেন প্রফেসর ড. মাজহারুল হক, প্রেসিডেন্ট, প্রফেসর ড. শৈলেন্দ্রনাথ বিশ্বাস, ট্রেজারারসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ও সাধারণ সদস্যবৃন্দ।

Share this on: